বহু প্রতীক্ষার পর প্রকাশিত হল ‘চতুর্থবার্তা’। প্রত্যক প্রকাশেরই একটা অব্যক্ত যন্ত্রণা থাকে। এক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। অনেক বাধাবিঘ্ন চড়াই-উতরাই-এর সুদীর্ঘ পথ চলার সঞ্চিত অভিজ্ঞতার পুষ্পিত রাগ এই ‘চতুর্থবার্তা’।
‘চতুর্থবার্তা’ নামের ‘চতুর্থ’ শব্দটি বর্ণব্যবস্থার চারবর্ণের শেষবর্ণ হিসেবে গৃহীত হয়েছে। উদ্দেশ্য, চতুর্থশ্রেণির সুখ-দুঃখ, ইচ্ছে-অনিচ্ছে, ভাললাগা-মন্দলাগা, হাসি-কান্না, আশা-আকাঙ্ক্ষার হাতিয়ার হয়ে উঠবে। উঠে আসবে তাঁদের লড়াই-আন্দোলন, সাহিত্য-সংস্কৃতির কথা। তবে পত্রিকার নাম ‘চতুর্থবার্তা’ হলেও বর্ণব্যবস্থার সকল বর্ণের পাশাপাশি সমগ্র বিশ্বমানবের কথা তুলে ধরতেও আমরা অঙ্গীকারবদ্ধ। ‘চতুর্থবার্তা’র চলার পথকে সুগম করতে বৌদ্ধিক সমাজের সহযোগিতা একান্ত কাম্য। বলাবাহুল্য, জন্ম দেওয়াটা সহজ, কিন্তু তাকে প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে বাঁচিয়ে রাখাটাই মস্ত বড় চ্যালেঞ্জ।